ছাত্র-ছাত্রীদের পালনীয় প্রয়োজনীয় নির্দেশনাবলি:
১।ছাত্র-ছাত্রীরা সবসময় পিতামাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্বক্ষেত্রে বিনয়ী হতে হবে।
2। শ্রেণিকক্ষে তোমাকে অবশ্যই তোমার ক্লাস ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং তার নির্দেশনা অবশ্যই যথাযথভাবে মানতে হবে । যদি তুমি ক্লাস ক্যাপ্টেনের নির্দেশ অমান্য কর এবং যদি সে তোমার বিরুদ্ধে অভিযোগ করে তবে তোমাকে শাস্তি পেতে হবে ।
3। উপরের শ্রেণির ছাত্র-ছাত্রীদের- ভাইয়া, আপু। ছোটদেরকে ভদ্র ও আন্তরিকতার সাথে নাম ধরে ডাকবে ।
4। বিদ্যালয়ের সম্পদ: নিচের বিষয়সমূহ মনে রাখবে:
ক) সকল আসবাবপত্রের প্রতি যত্নশীল হতে হবে। কেউ ক্ষতি সাধন করলে ক্ষতি পূরণ দিতে হবে।
খ) শ্রেণিকক্ষ ত্যাগের পূর্বে ইহার ফ্যান ও লাইটের সুইচ বন্ধ করবে ।
গ) বেঞ্চে, দেয়ালে অথবা বিদ্যালয়ের অন্য কোথাও কোন কিছু লেখা যাবেনা।
ঘ) অফিসের সামনে অকারণে ঘোরাফেরা করবে না ।
৪। বিনা অনুমতিতে কারও ব্যক্তিগত জিনিসে হাত দেয়া যাবেনা এবং নিজের জিনিস হেফাজতে রাখতে হবে।
৫। বিদ্যালয়ে মোবাইল ফোনসহ পাঠকার্যক্রমের সাথে সম্পৃক্ত নহে এমন কিছু কখনও আনা বা বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ । এমন কিছু পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং শাস্তি পেতে হবে
6। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই নিয়মিত উপস্থিত থাকতে হবে। কোন কারণে একটানা তিন দিন অনুপস্থিত থাকলে পরের দিন প্রকৃত অভিভাবকে সাথে নিয়ে অনুপস্থিতির কারণ উল্লেখপূর্বক অভিভাবকের স্বাক্ষরসহ দরখাস্ত জমা দিতে হবে। ছাত্র-ছাত্রীকে মোট কার্যদিবসের ন্যূনতম ৮৫% অবশ্যই উপস্থিত থাকতে হবে । অন্যথায় তাকে বার্ষিক পরীক্ষা দিতে না দেয়া সহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে । তবে উপযুক্ত প্রমাণাদিসহ ছাত্র-ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে তার অনুপস্থিতি প্রধান শিক্ষক মাফ করতে পারবেন ।
৭। প্রতি শিক্ষাবর্ষে মাসিক মূল্যায়নসহ 2-৩টি সাময়িক পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার বিষয় এবং মানবন্টন শিক্ষাবর্ষের শুরুতেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেয়া হবে । তাছাড়াও বিষয় শিক্ষক তার সিদ্ধান্তে প্রয়োজনীয় সংখ্যক ক্লাস পরীক্ষা নিবেন । প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ করা প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক। উপর্যুপরি কয়েকটি পরীক্ষা অংশগ্রহণ না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে ।
৮। অনুষ্ঠান ও ক্লাসপূর্ব সমাবেশ:
ক) বিদ্যালয়ের যেকোন ধরণের অনুষ্ঠান চলাকালীন সময়ে পূর্ণ নীরবতা পালনসহ এতে অংশ্রগ্রহণ করা বাধ্যতামূলক।
খ) ক্লাসপূর্ব সমাবেশে যথারীতি যোগদান করবে, উচ্চতার ক্রমানুসারে সমাবেশ সারিতে দাঁড়াতে হবে ।
গ) অযথা কথা-বার্তা বলা যাবেনা।
9। শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রাসঙ্গিক বিষয় বা কোন দলীয় রাজনীতি নিয়ে আলোচনা-সমালোচনা করা যাবে না। তবে ছাত্র জীবনের অংশ হিসাবে জ্ঞানার্জন ও সহপাঠ কার্যক্রম সংশিষ্ট ছাত্র-ছাত্রীদের সংগঠন, যথা - ল্যাংগুয়েজ ক্লাব , বিজ্ঞান ক্লাব , বিতর্ক ক্লাব ইত্যাদি এবং এই সকল কার্যক্রমকে উৎসাহিত করা হবে ।
10। প্রতিষ্ঠানের ইউনিফর্ম:
বালক - কালো প্যান্ট, সাদা শার্ট, পকেটে মনোগ্রাম, সাদা জুতা ও সাদা মোজা ।
বালিকা- সাদা সালোয়ার, গোলাপি রং এর ফ্রক, ডান হাতায় মনোগ্রাম, সাদা বেল্ট, সাদা ওড়না, সাদা স্কার্ফ, সাদা জুতা ও সাদা মোজা ।
বি.দ্র . পোষাকে নির্ধারিত ডিজাইনের বাহিরে অন্য কোন ডিজাইন করা যাবে না ।
11। বিদ্যালয়ের শৃংখলা পরিপন্থী-অশালীন পুস্তক, ছবি, ছুরি, চাকু, ব্লেড, মোবাইল ফোনসহ অন্যের জন্য ক্ষতিকারক কোন জিনিস আনা সম্পূর্ণ নিষেধ। এর যে কোন একটি আনলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।